
মাহমুদ হাসান মৃধা
৪৩তম বিসিএস প্রিলিমিনারী
মাহমুদ হাসান মৃধা
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
১. রাত পোহালেই ৪৩তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা।
২. আত্মবিশ্বাসই এই সময়ের মূল অস্ত্র।
৩. নতুন করে কিছু পড়ার দরকার নেই।
৪. রাত জেগে পড়ার দরকার নেই। স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। পরীক্ষায় সুস্থভাবে অংশগ্রহণ করা অনেক বড় একটা বিষয়।
৫. পরীক্ষার হলের প্রয়োজনীয় সকল কাগজপত্র এখনই গুছিয়ে ফাইলে রেখে দিন।
৬. পরীক্ষার হলে সময়মতো পৌছানোর জন্য সকল প্রস্তুতি নিয়ে রাখুন।
৭. পরীক্ষার কেন্দ্রে হাজার হাজার ক্যান্ডিডেট দেখে ঘাবড়ে যাবেন না। আত্মবিশ্বাস রাখুন। বেশিরভাগ ক্যান্ডিডেটই ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে আসে না। প্রস্তুতি ভালো থাকলে আপনি ভালো করবেন অবশ্যই।
৮. পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে এখনই হোম ওয়ার্ক করে রাখুন।
৯. নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়বেন না। উওর করার ক্ষেত্রে প্রথমে ১০০℅ নিশ্চিত প্রশ্নের উত্তর করুন, এই পর অন্যান্য প্রশ্নে হাত দিন।
১০. সিউর না হয়ে কোন প্রশ্নের উত্তর করবেন না। অনুমানে উত্তর করলে নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়ে যাবেন।
১১. মাথা ঠান্ডা রাখা চাই প্রতি মুহূর্তে।
১২. কনফিডেন্স লেভেল থাকতে হবে হাই। কোন অবস্থাতেই ঘাবড়ে যাবেন না।
১৩. একটা স্ট্যান্ডার্ড মার্ক আসলে টিকে যাবেন ইন শা আল্লাহ্।
১৪. সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করুন পরীক্ষা।
শুভকামনা রইলো।